ঢাকা | এপ্রিল ১৬, ২০২৫ - ১১:০৩ পূর্বাহ্ন

লালপুরে মেছো বাঘ ধরলেন কৃষক

  • আপডেট: Tuesday, April 15, 2025 - 11:55 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে আনোয়ার হোসেন (৩০) নামে এক কৃষকের ওপর মেছো বাঘের আক্রমণের ঘটনা ঘটেছে। আক্রমণের সময় ওই কৃষক নিজেই মেছো বাঘটিকে ধরেছেন বলে জানান। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের চাতরার বিলে এ ঘটনা ঘটে। প্রাণীটিকে আজ বুধবার সকালে উদ্ধার করবেন বলে জানিয়েছেন উপজেলা বনবিভাগ।

জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের চাতরার বিলে একটি পুকুরে ইঞ্জিন চালিত মেশিনের সাহায্যে পানি দিচ্ছিলেন দুয়ারিয়া গ্রামের নুর ইসলামের ছেলে আনোয়ার। পুকুরে পানি দেয়া শেষে ইঞ্জিন চালিত মেশিনের বন্ধ ঘরটির দরজা খুলতেই মাছো বাঘটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় সে মাটিতে শুয়ে পড়লে বাঘটি তার বাম হাতে কামড় দেয়। তৎক্ষনাৎ সে ডান হাতে থাকা সাবল (মাটি খোঁড়ার যন্ত্র) দিয়ে বাঘটি চেপে ধরে কম্বল দিয়ে পেঁচিয়ে বস্তায় বন্দি করে বাড়িতে নিয়ে আসে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে বন বিভাগের কর্মকর্তারা এসে প্রাণীটিকে নিরাপদে সংরক্ষণ করে রাখতে বলেন। এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা আব্দুল্লাহ জানান, উপজেলার বন্যপ্রাণী উদ্ধারকারী দলটি রাজশাহীতে অবস্থান করায় আজকে প্রাণীটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ বুধবার সকালে প্রাণীটিকে উদ্ধার করা হবে।

এসময় তিনি বলেন, আটককৃত প্রাণীটি আসলে একটি মেছো বিড়াল। এই প্রজাতির মেছো বিড়াল কাউকে আক্রমণ করে না। এরা ধানের জমিতে থাকা ইঁদুর কাকড়া পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। তবে বিড়ালটি দীর্ঘক্ষণ ঘরে বন্দি থাকায় ভয় পেয়ে ওই ব্যক্তির ওপর লাফিয়ে পরতে পারি বলে জানান তিনি।

এ সময় তিনি উপকারী এ ধরনের মেছো বিড়ালকে  আটক কিংবা হত্যা করতে নিষেধ করে মানুষকে সচেতন হওয়ার আহব্বান জানান।