বাঘায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জুকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে শোকজ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগ থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু ও সদস্য সচিব আশরাফ আলী মলিন স্বাক্ষরিত দলীয় প্যাডে গত সোমবার একটি চিঠি অ্যাড: ফিরোজ আহম্মেদ রঞ্জুকে প্রদান করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনি দলের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ থাকায় এবং দলের শৃঙ্খলা ভঙের কারণে ও আওয়ামী লীগ নেতাকর্মীদের আইনী সহায়তাসহ জামিনে সহযোগিতা করার অভিযোগে আপনাকে বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি পদ থেকে ও প্রাথমিক সদস্য পদ হতে কেন অব্যাহতি প্রদান করা হবে না, তাহার উপযুক্ত জবাব ৪৮ ঘণ্টার মধ্যে থানা বিএনপির নিকট লিখিতভাবে জবাব দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। বিষয়টি শিকার করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু।