ঢাকা | এপ্রিল ১৪, ২০২৫ - ৪:০২ পূর্বাহ্ন

ফুটবল রেফারী ট্রেনিং কোর্স

  • আপডেট: Saturday, April 12, 2025 - 10:59 pm

স্পোর্টস ডেস্ক: রাজশাহী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ফুটবল রেফারী ট্রেনিং কোর্সে-এর উদ্যোগ গ্রহন করা হয়েছে।
আগামী ১১ মে হতে ১৭ মে হতে নতুন ও প্রতিভাবান ফুটবল রেফারী সৃষ্টির লক্ষে এই ট্রেনিং কোর্স-এর উদ্যোগ গ্রহন করা হয়। বাংলাদেশ ফুটবল রেফারীজ কমিটি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত স্বন্যমধন্য রেফারীজ ইন্সট্রাক্টর দ্বারা ফিজিক্যান ফিটনেস টেষ্ট ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর সি-গ্রেড লাইসেন্স প্রদান করা হবে। আগ্রহী যে কোন বিষয়ের পুরুষ মহিলা খেলোয়াড়দেরকে আগামী ৫ মে তারিখের মধ্যেই নিম্নবর্নিত শর্ত সাক্ষে আবেদন করতে হবে।
১। শিক্ষাগত যোগ্যতার নূন্যতম –এসএসসি পাশ সাটিফিকেট।
২। জাতীয় পরিষয়পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি।
৩। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
৪। বয়স ১৫ থেকে ২৫।
৫। রেজিষ্ট্রেশন ফি ১৫০০/-, পরীক্ষা ফি ১০০/- মোট ১৬০০ টাকা।
আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সাঙ্গে মোবাইল নাম্বারসহ প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে রাজশাহী জেলা রেফারী সমিতির কোষাধ্যক্ষ মিজানুর রহমাান বুলু (০১৭১৭৬৬২৪৪৮) এর নিকট অথবা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সমিতি অফিসে প্রাপ্ত রশিদ গ্রহণ করে আবেদন পত্র জমা করতে অনুরোধ করা হলো।