ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ২:২৯ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে  বিএনপি’র প্রতিবাদ ও সংহতি র‌্যালি

  • আপডেট: Friday, April 11, 2025 - 12:26 am

স্টাফ রিপোর্টার: গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার বিকালে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে প্রতিবাদ ও সংহতি র‌্যালি করা হয়েছে। পরে নগরীর বাটার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী ও বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য তোফায়ের হোসেন রাজু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম।

আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিকউদ্দিন, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক মাকুসুদুর রহমান সৌরভ, জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন সরকার শামীম, সদস্য সচিব আলামিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বক্তব্য শেষে বাটার মোড় থেকে সংহতি র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে তারা মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি শেষ করেন। এসময়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকে।