াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ২:৫৪ পূর্বাহ্ন

যমুনায় নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট: Wednesday, April 9, 2025 - 12:36 am

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক মেরাজুল ইসলামের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুদিন পর  মঙ্গলবার সকালে টাঙ্গাইলের নাগরপুরের নিশ্চিন্তপুর নৌকা ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করেন জেলেরা। নিহত মেরাজুল ইসলাম চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে।

এর আগে ৬ এপ্রিল বিকাল ৫টার দিকে বাঘুটিয়া ইউনিয়নের ভূতের মোড় এলাকার যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। মেরাজুলের চাচা বাবু মিয়া জানান, নদীতে গোসলে নেমে সবার অগোচরে স্রোতের সঙ্গে ভেসে যায় সে।

এরপর জাল ও নৌকা দিয়ে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে ডুবুরির দল ঘটনাস্থলে এসে উদ্ধার করতে না পেরে ফিরে যায়। কিন্তু গতকাল সকালে কয়েকজন জেলে নদীতে মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়।

পরে আমরা নিশ্চিন্তপুর নৌকা ঘাট থেকে মরদেহটি নিয়ে এসেছি। চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মিজানুর রহমান জানান, মরদেহ নদীতে ভেসে উঠলে জেলেদের নজরে আসে। পরে তারা নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS