ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৯:২২ পূর্বাহ্ন

নওহাটা এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলো ছাত্রদল

  • আপডেট: Tuesday, April 8, 2025 - 11:35 pm

স্টাফ রিপোর্টার: নওহাটা পৌর ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের সুস্থতা ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার পৌর ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচিতে ছাত্রদলের বুকলেটসহ প্রয়োজনীয় পরীক্ষার উপকরণ অর্ধশতাধিক পরীক্ষার্থীর মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয়। বিসমিল্লাহ ফাউন্ডেশনের সহযোগিতায় এই পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সাব্বির রহমান ও নওহাটা পৌরসভা ছাত্রদলের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক অরণ্য, পৌর ছাত্রদলের ৭নং ওয়ার্ড সভাপতি টিটু, ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হাবিব, নওহাটা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা ইমরুল, নিহাল প্রমুখ।