ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৫৮ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ২২

  • আপডেট: Tuesday, April 12, 2022 - 7:35 pm

 

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৪ জনেই থাকল। এর আগে টানা ছয় দিন মৃত্যুশূন্য থাকার পর সোমবার (তার আগের ২৪ ঘণ্টায়) একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৩৮ শতাংশ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শনাক্ত হন ২২। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ১৩১ জন, যাতে মোট শনাক্তের হার ১৪.০৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭৫ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৯ হাজার ৬০৫ জন।

দেশে এখন পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।