ঢাকা | এপ্রিল ২, ২০২৫ - ১:৫৬ পূর্বাহ্ন

বাঘায় প্রতিবন্ধীরা পেলেন হুইল চেয়ার ও টাই সাইকেল

  • আপডেট: Tuesday, March 25, 2025 - 10:23 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মঙ্গলবার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও টাই সাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার।

প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র বাঘা রাজশাহীর আয়োজনে বাঘা উপজেলার বিভিন্ন গ্রামের ৩০ জন প্রতিবন্ধী ও ৩টা টাই সাইকেল বিতরণ করেন শাম্মী আক্তার।

ঈদকে সামনে রেখে সহায়ক উপকরণ পেয়ে প্রতিবন্দ্বী ব্যক্তিবর্গ অনেক খুশি হয়েছেন। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতান ডলি, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আমিনুল ইসলাম, বাঘা উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিবন্ধী অফিসার মনসুর আলী প্রমুখ। প্রতিবন্ধী অফিসার মনসুর আলী বলেন, সারা বছর ধরে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Proudly Designed by: Softs Cloud