ঢাকা | এপ্রিল ৩, ২০২৫ - ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৪দিন

  • আপডেট: Monday, March 24, 2025 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: এবারের পবিত্র ঈদুল ফিতরে রাজশাহীর সংবাদপত্রগুলো ৪দিন বন্ধ থাকবে। রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন ‘রাজশাহী এডিটরস ফোরাম’ এই সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার এডিটরস ফোরামের এক সভায় সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চারদিনের ছুটির এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে পত্রিকার অনলাইন চালু থাকবে।

এডিটরস ফোরামের সিদ্ধান্ত অনুযায়ি আগামী ৩০ মার্চ থেকে ০২ এপ্রিল পর্যন্ত রাজশাহী থেকে প্রকাশিত সকল দৈনিক পত্রিকায় ছুটি থাকবে। অর্থাৎ ৩১ মার্চ ৩ এপ্রিল পর্যন্ত পত্রিকা প্রকাশ হবে না। তবে, এই সময়ে পত্রিকাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন বিভাগ চালু রাখবে।

দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক দৈনিক সোনারদেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।

Proudly Designed by: Softs Cloud