হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সকল অপকর্মের বিচার করা হবে: মিলন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন,
পতিত সরকারের খুনি হাসিনা ৫ আগস্ট প্রান ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। পালানোর আগে তার নির্দেশে আজ্ঞাবহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দেশের ছাত্র-জনতার উপরে নির্বিচারে গুলি করে দুই হাজারের বেশী জনকে হত্যা করেছে। সেইসাথে হাজার হাজার জনকে পঙ্গু করে রেখে গেছে।
তিনি আরো বলেন, হাসিনা ভারতে বসে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে ষড়যন্ত্র করছেন। তিনি মনে করছেন ভারতে তিনি আজীবন থেকে যাবেন। এদেশে তাঁকে কোনভাবেই আনা যাবে না।
এ দিবাস্বপ্ন দেখা তাঁর জন্য ভূল। কারন তিনি ক্ষমতায় থাকাকালীন শুধু জুলাই- আগস্টে নয়, দীর্ঘ ১৬ বছর জনগণ ও বিরোধী দলের উপরে যে অন্যায়, অত্যাচার ও নির্যাতন করে গেছে তা কখনোই এ দেশের জনগণ ভূলবে না বলে উল্লেখ করেন তিনি।
শফিকুল হক মিলন বলেন, এতো কিছু অন্যায় ও অত্যাচার করে ভারতে বসে থাকবে আর দেশের মানুষ আঙ্গুল চুষবে তা হবে না। হাসিনাকে এনে তাঁর সকল অপকর্মের বিচার করা হবে। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব জাইদুর রহমান ও ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি শামসুদ্দিন বুধু’র সার্বিক তত্ত্বাবধানে এবং ৮নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইয়াদ আলী, ৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা বিএনপি সদস্য গোলাম মুজাহিদ, জেলা কৃষকদল সদস্য গোলাম দোস্তগির রানা, হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোতাহার হোসেন, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক তাইজুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তারেক হোসেন, সাবেক নির্বাহী সদস্য মাজদার রহমান, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, হাফিজুর রহমান ও হুজুরিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।