ঢাকা | মার্চ ২৬, ২০২৫ - ৫:৪০ পূর্বাহ্ন

গোদাগাড়ী ও ভোলাহাটে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট: Sunday, March 23, 2025 - 10:50 pm

গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ী প্রতিনিধি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মৃত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং অসুস্থদের সুস্থতা কামনায় মোহনপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার মোহনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ইফতার ও দোয়া মাহফিলে মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান হেনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, আজিমুুসান উজ্জ্বল, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুল, সাবেক চেয়ারম্যান মোস্তফা হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল জলিল রবু, কাকনহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক হবিবুর রহমান প্রমুখ।

অন্যদিকে, ভোলাহাট (চাঁপাই) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দলদলী ইউনিয়ন বিএনপি আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল রোববার মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম (আমিন)। এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ার।

উপজেলা বিএনপির সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরাফাত হক সানির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির কাউন্সিলার দুরুল হোদা, রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম প্রমুখ।