ঢাকা | অক্টোবর ৫, ২০২৪ - ৯:২০ অপরাহ্ন

দ্বিতীয় টেস্টেও বিশাল হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

  • আপডেট: Monday, April 11, 2022 - 8:43 pm

 

অনলাইন ডেস্ক: পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮০ রানে অলআউট হয়ে ৩৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েই ফিরতে হচ্ছে টাইগারদের।

পোর্ট এলিজাবেথ টেস্টের চতুর্থ দিন সকালেই ৩৩২ রানের বিশাল ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার। এর আগে প্রথম টেস্টে ডারবানেও ২২০ রানের বড় ব্যবধানে হেরেছিলো মুমিনুল হকের দল।

চতুর্থ দিন সকালে ৩ উইকেটে ২৭ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। দিনের প্রথম সেশনেই মাত্র ১৪.৩ ওভার খেলতেই বাকি ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

দিনের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় টাইগাররা। মাত্র ১ রান করে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিক। এর দুই ওভারের মাথায় মুশফিকের দেখানো পথে হাঁটেন টাইগার অধিনায়ক মমিনুলও। দক্ষিণ আফ্রিকা সফরে যেন হাসতে ভুলেই গেছেন বাংলাদেশের অধিনায়কের ব্যাট। মমিনুলের বিদায়ে মাঠে আসা ইয়াসির রানের খাতা খোলার আগেই ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।

এরপর মিরাজকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় আবারও অল্প রানে অলআউট হওয়ার লজ্জা কাটান লিটন। ৩৩ বলে ৫ চারে করেন ২৭ রান। তবে হঠাৎই ডাউন দ্যা উইকেটে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন লিটন। লিটনের উইকেট নিয়ে আবারও পাঁচ উইকেট শিকার করেন কেশভ মহারাজ।

লিটনের পর মিরাজকেও বেশীক্ষণ মাঠে থাকতে দেননি এই বাঁহাতি স্পিনার। ২০ রান করা মিরাজকে কিপার কাইল ভেরিইনের ক্যাচে পরিণত করেন মহারাজ। একই ওভারে এবাদতকে এলবির ফাঁদে ফেলে ইনিংসে ৭ উইকেট শিকার করেন মহারাজ। ডারবান টেস্টেও দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়ে টাইগার ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিয়েছিলেন এই স্পিনার।

বাংলাদেশ ইনিংসের শেষ উইকেটটি নিয়ে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন হার্মার। কাকতালীয়ভাবে মহারাজের সাত উইকেটের মিলের মতো হার্মারও আগের টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো এই টেস্টের দ্বিতীয় ইনিংসে নিয়েছেন তিন উইকেট।

দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পাশাপাশি সিরিজের দুই ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করায় সিরিজ সেরার পুরস্কারও উঠেছে কেশভ মহারাজের হাতেই।