ঢাকা | মার্চ ২০, ২০২৫ - ১১:৪০ পূর্বাহ্ন

লালপুরে দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলেন বিএনপি নেতা পাপ্পু

  • আপডেট: Thursday, March 20, 2025 - 12:50 am

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দুইজন শারীরিক প্রতিবন্ধীকে দুইটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু। গতকাল

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের চৌদ্দবগি গ্রামের সেলিম মন্ডলের মেয়ে নাদিয়া খাতুন (৯) ও ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর গ্রামের আজিমউদ্দিন কবিরাজের ছেলে মানজুল কবিরাজকে (৫৫) তাদের চলাচলের সুবিধার জন্য হুইলচেয়ার প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু বলেন, নাদিয়া ও মানজুলের চলাফেরার সুবিধার্থে হুইল চেয়ার ব্যবস্থা করে দেয়ার জন্য আমাকে অনুরোধ জানিয়েছিলেন।

তাদেরকে হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পেরে আমি আনন্দিত। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য ডাঃ রফিকুল ইসলাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আলম মুকুল, লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল বাশার, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, লালপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিন্টু রহমান প্রমুখ।