ঢাকা | মার্চ ২১, ২০২৫ - ৬:৪১ পূর্বাহ্ন

মৃত্যু যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে চারঘাটের ঝিলিক

  • আপডেট: Thursday, March 20, 2025 - 12:45 am

চারঘাট প্রতিনিধি: মৃত্যু যন্ত্রণায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) বেডে কাতরাচ্ছে ঝিলিক (১২)। ঝিলিক রাজশাহীর চারঘাট উপজেলার পূর্ব ঝিকরা গ্রামের ইমদাদুল হকের মেয়ে। গত মঙ্গলবার বিকালে রান্না করতে গিয়ে অসাবধানতা বসত ওড়নায় আগুন ধরে যায়।

তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে দেখে এক পর্যায়ে পুরো শরীরে আগুন লেগে দগ্ধ হয়ে যায় ঝিলিকের। স্থানীয় লোকজন দৌড়ে এসে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে ডাক্তাররা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ঝিলিক রামেক হাসপাতালের ২৯ নং ওয়ার্ডের ১৯ নং বেডে শুয়ে কাতরাচ্ছে।

ঝিলিক ঝিকরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বাবা মায়ের ৩ মেয়ের মধ্যে ঝিলিক দ্বিতীয় সন্তান বলে মা শাহানাজ বেগম জানায়। এদিকে রামেক হাসপাতালের ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমানে ঝিলিকের বাবা ইমদাদুল প্যারালাইসিস আক্রান্ত হয়ে পাঁচ বছর যাবত বিছানাগত হয়ে আছেন।

যার কারণে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মত টাকা তাদের নেই। তাই দেশের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন করছেন তার পরিবার। এই সাহায্য পেলে ঝিলিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে পারবেন বলে তার পরিবার বলেন।

কোন সুহ্নদয় ব্যক্তি সাহায্য করতে চাইলে এই নাম্বারে ০১৭৫৩৭৮২৭৬৭ পলাশ (বিকাশ/নগদ) পাঠানোর অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Proudly Designed by: Softs Cloud