ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৯:৪৭ অপরাহ্ন

১৫ হাজার পরিবারের মুখে হাসি ফোটালো জিকে ফাউন্ডেশন

  • আপডেট: Monday, April 11, 2022 - 8:17 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে অসহায়-দুস্থ ১৫ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে জেএইচএম ইন্টারন্যাশনাল লিমিটেডের অর্থায়নে ও জিকে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল গণি জোহার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, জেএইচএম ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নির্বাহী পরিচালক হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা ও সম্পাদক আতিকুল ইসলামসহ অন্যরা। অনুুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল সাথে ২শ’টাকা যাতায়াত ভাড়া দেয়া হয়।