দাওয়াতুল ইসলাম ট্রাস্ট, রাজশাহীর কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তিঃ সোমবার দাওয়াতুল ইসলাম ট্রাস্ট, রাজশাহীর বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. এম. এ. হান্নানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতুল ইসলাম ট্রাস্টের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সিদ্দিক হুসাইন।
সাধারণ সভায় দাওয়াতুল ইসলাম ট্রাস্ট রাজশাহী ২০২৫-২০২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির নির্বাচিত চেয়ারম্যান প্রফেসর ড. এম. এ. হান্নান, সেক্রেটারী অধ্যাপক এনামূল হক, নয়জন সদস্য-অধ্যাপক ডা. হাসানুজ্জামান হাসু, অধ্যক্ষ মওলানা ইয়াহিয়াহ, ডা. রেজাউল করিম, অ্যাডভোকেট মজিজুল হক, ড. ইউসুফ আলী, প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন, সাইফুল হক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং অধ্যাপক ড. আমিনুল ইসলাম মুকুল।