ঢাকা | মার্চ ১৯, ২০২৫ - ৯:২৩ পূর্বাহ্ন

ইয়াং ক্রিকেট লীগ ১ম ইনিংসে সেন্টাল জোনে সংগ্রহ ৩৫৪ রান

  • আপডেট: Tuesday, March 18, 2025 - 10:37 pm

স্পোর্টস ডেস্ক: ইস্ট জোনের বিরুদ্ধে ১ম ইনিংসে ৩৫৪ রান সংগ্রহ করে সেন্টাল জোন। সেঞ্চুরী পেয়েছে সেন্টাল জোনের আহসানুল হক ১২৮ ও আব্দুল্লাহ ১১৮।

মঙ্গলবার শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ইয়াং ক্রিকেট লীগের ইস্ট জোনের অধিনায়ক ব্যাট করার আমন্ত্রন জানান সেন্টাল জোনকে।

৮০.১ ওভারে সেন্টাল জোন সবকটি উইকেট হারিয়ে ৩৫৪ সংগ্রহ করে। দলের পক্ষে আাহসানুল ১২৮ ও আব্দুল্লাহ ১১৮ও সাইখ খান ৪২ রান করেন।

ইস্ট জোনের বোলারদের মধ্যে শাহরিয়ার আহম্মেদ ২০.১ ওভারে ৬২ রানের বিনিময়ে ৫ ও শান্তি মজুমদার ১১ ওভারের ৫১ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেন।

ইস্ট জোন ১ম ইনিংসে ব্যাট করতে নেমে ২ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৫ রান সংগ্রহ করে। দলের দুই উদ্বোধনী ব্যাটার আব্দুল্লাহ ১৩ ও ফাইম ০ রানে অপরাজিত রয়েছে।