ঢাকা | মার্চ ১৯, ২০২৫ - ৯:২৩ পূর্বাহ্ন

শিবগঞ্জে আগুনে পুড়লো দুই ঘর-গরু, ৫ লাখ টাকার ক্ষতি

  • আপডেট: Tuesday, March 18, 2025 - 10:24 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি ঘর ও দুটি গরু পুড়ে ভস্মীভূত হয়েছে। এসময় আগুন নেভাতে গিয়ে আবদুল খালেক (১৮) নামে একজন আহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ির মালিক মোজাফফর আলী বলেন, রাতে তারাবি নামাজ শেষে সবাই ঘুমিয়ে পড়লে রান্নাঘরে বিদ্যুতের শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দুটি ঘর ও দুটি গরু পড়ে ভস্মীভূত হয়েছে।

ছেলে আবদুল খালেক (১৮) আগুন নেভাতে গিয়ে পুড়ে আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।

তবে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাদের কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ টাকা। উদ্ধার করা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল। আগুনে দুটি গরু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।