ঢাকা | মার্চ ১৯, ২০২৫ - ৬:৫২ পূর্বাহ্ন

চাঁপাই সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি জেলেকে ফেরত দিল বিএসএফ

  • আপডেট: Tuesday, March 18, 2025 - 10:14 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি জেলেকে ফেরত দিল বিএসএফ।

ফেরতকৃত বাংলাদেশি জেলে হচ্ছে- জেলার শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুর রহমত শেখের ছেলে আলমগীর শেখ (২৭)। ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মনির-উজ-জামান, গত সোমবার রাত সোয়া ৮টার সময় রঘুনাথপু বিওপির সীমান্ত পিলার ৭/৯-এস এর নিকট দিয়ে বাংলাদেশি জেলে আলমগীর শেখ একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরার সময় ভুলক্রমে ৭০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের নিমতিতা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়।

পরে ৫৩ বিজিবি’র অধিনায়কের নির্দেশনায় ওয়াহেদপুর কোম্পানি কমান্ডার মোবাইলের মাধ্যমে ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করে আটককৃত বাংলাদেশি জেলেকে ফেরত দেয়ার জন্য অনুরোধ জানান। এর প্রেক্ষিতে  মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় সীমান্ত পিলার ১০/৪-এস এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি জেলেকে নৌকা ও জালসহ ফেরত দেয়া হয়। শেষে ফেরতকৃত বাংলাদেশি জেলেকে নৌকা ও জালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।