পাবনায় মাদ্রাসা থেকে চার শিক্ষার্থীকে অপহরণ

পাবনা প্রতিনিধি: পাবনায় একটি মাদ্রাসা থেকে চার শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে গিয়ে হাত পা বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
অপহরণের কয়েক ঘণ্টা পর মাদ্রাসার পাশ্ববর্তী সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় অপহৃত চার শিক্ষার্থীকে। এ ঘটনায় মাদ্রাসাটির পরিচালক পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
মাদ্রাসার পরিচালক আল-আমিন জানান, গত সোমবার রাত আট টার দিকে পাবনা মধ্য শহরের চক পৌলানপুর মাঠপাড়ার হযরত ওসমান গনি (রাঃ) হাফিজিয়া মাদ্রাসার সামনে মাদ্রাসার ছেলেরা নামাজ পড়তে যাবার জন্য দাঁড়িয়ে ছিল।
সে সময় চারটি মোটরসাইকেল যোগে অজ্ঞাত ৮ থেকে ১০ যুবক আসে মাদ্রার শিক্ষর্থীদে ধাওয়া দিলে শিক্ষার্থীরা দিকবিদিক দৌড়ে পালায়। সেময় চার শিক্ষার্থী সাজিম (১৬), জিহাদ (১৫), ইকন (১৪) ও রামিম (১৪) কে ধাওয়া দিয়ে সরকারি এডওয়ার্ড কলেজের কামাল উদ্দিন ছাত্রাবাসের মাঠে নিয়ে আসে।
সেখান থেকে চার শিক্ষার্থীকে কলেজের বাংলা বিভাগের পেছনের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে গিয়ে হাত পা বেঁধে মারধর করে। মারধরের এক পর্যায় অপহৃতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অপহরণকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা চার শিক্ষার্থীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। মাদ্রাসার পরিচালক আল-আমিন আরও জানান, রাতেই তিনি বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
কারা কি কারণে শিক্ষার্থীদের অপহরণ করে মারধর করলো সে বিষয়ে তিনি বলেন, তার সঙ্গে কিংবা মাদ্রার কারো সাথে বাইরের কারো কোন ঝামেলা নেই
। তিনি এই ঘটনার রহস্য বের করার দাবি জানান। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, এ ঘটনায় তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে অপরাধীদের বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।