ঢাকা | মার্চ ১৯, ২০২৫ - ৪:১৮ পূর্বাহ্ন

ফিল্মফেয়ারে ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ খেতাব জিতল জয়া

  • আপডেট: Tuesday, March 18, 2025 - 8:13 pm

অনলাইন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কাজ করেছেন বলিউডেও। অভিনয় দক্ষতায় মুগ্ধ করা এই অভিনেত্রী রূপেও অনন্য।

প্রথমবারের মতো আয়োজিত ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫ ’-এ হাজির হন তিনি। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কারের আগে গতকাল সোমবার কলকাতায় হয় এই আয়োজন।

আর এতেই বাজিমাত করেন জয়া। এদিন ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন তিনি। জলপাই রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউনে রেড কার্পেটে নজর কাড়েন জয়া।

গতকাল সন্ধ্যায় অ্যাওয়ার্ড পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন জয়া আহসান নিজেই। পুরস্কার হাতে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।