সড়ক পরিবহন গ্রুপের ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর ও ঈদ উপলক্ষে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সকল সদস্যদের হাতে পাঁচশত টাকা কেজি দরে গরুর মাংস কেনার টোকেন বিতরণ করা হয়েছে।
রোববার সকালে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নিজ কার্যালয় টোকেন তুলে দেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল মালিকদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিবাদ সরকারের সময় শুধু টাকা আত্মসাৎ করা হয়েছে, কখনও মালিকদের কথা চিন্তা করা হয়নি। তাই যতদিন এই চেয়ারে থাকবো, চেষ্টা করছি মালিকদের ন্যায্য অধিকার তাদেরকে বুঝিয়ে দিতে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সহ-সম্পাদক মিলান উদ্দিন হীরা, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান বাবুসহ সড়ক সম্পাদক সেলিম রেজা ও সদস্য শামসুল আলম।