ঢাকা | মার্চ ১৬, ২০২৫ - ৪:৪১ পূর্বাহ্ন

বাঘায় মাদ্রাসা ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • আপডেট: Saturday, March 15, 2025 - 10:14 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘার চরে মারুফ ইসলাম বক্কর (১২) নামের এক মাদ্রাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ১০টার সময় পলাশী ফতেবপুর গ্রামে।

এলাকাবাসী জাফর খান জানান,  বাঘা উপজেলা চকরাজাপুর ইউনিয়ন পলাশী ফতেবপুর গ্রামের সামরুল হোসেনের ছেলে মারুফ ইসলাম বক্কর স্থানীয় কওমী মাদ্রাসায় ছাত্র। শিশুটি কাউকে কিছু না বলে জানালার গ্রিলের সাথে তার মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়।

ঘর থেকে বের না হওয়ায় তার মা ঘরে প্রবেশ করে গ্রিলের সাথে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার আত্ম চিৎকারে আশ পাশের  লোকজন ছুটে এসে ওড়না কেটে অজ্ঞান অবস্থায় তাকে নিচে নামায়।

দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত  ঘোষণা করেন। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম. আসাদুজ্জামান বলেন, পরিবারের পক্ষে থেকে কোন অভিযোগ না থাকায় শিশুর লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।