পুঠিয়া ও শিবগঞ্জে ইটভাটায় অভিযান, জরিমানা ও বন্ধ ঘোষণা
পুঠিয়া ও শিবগঞ্জ প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের অনুমোদন ব্যতিত ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহের দায়ে এ অর্থদণ্ড প্রদাান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার দেবাশীষ বসাক।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও পুঠিয়া থানা পুলিশের যৌথ উদ্যোগে শিলমাড়িয়া ইউনিয়নের সরগাছী এলাকায় মেসার্স জে. কে ব্রিকস ও গোবিন্দপাড়া এলাকার মেসার্স হক ব্রিকস নামের দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের অনুমোদন ব্যতিত ভাটায় ইট প্রস্তুতের মাটি সংগ্রহের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত আইন, ২০১৯) এর ৫ (২) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ (১) (খ) ধারায় দুইটি মামলায় মেসার্স জে. কে ব্রিকস ও মেসার্স হক ব্রিকসকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর কবির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে শিলমাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি ইটভাটাকে অনুমোদন ব্যতিত ইট প্রস্তুত করতে মাটি সংগ্রহের দায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ওই দুই ইট ভাটার মালিকদের কাজ থেকে মুচলেকা নেয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে লাইসেন্সের সকল শর্তাবলী প্রতিপালন না করলে পরবতী নির্দেশনা না দেয়া পযর্ন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখবেন। না হয় যে কোন আইনানুগ পদক্ষেপ গ্রহণ করলে আপত্তি থাকবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
এদিকে, শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধ দুই ইটভাটা বন্ধ ঘোষণা করে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাদনচক-বারোরশিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব।
তিনি জানান, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দাদনচক-বারোরশিয়া এলাকায় দুই অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাটা ব্রিকসকে এক লাখ টাকা ও আরপি ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
একই সঙ্গে ওই দুই ইটভাটার অংশ বিশেষ গুঁড়িয়ে দেয়াসহ বন্ধ ঘোষণা করা হয়। ভবিষ্যতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব। অভিযানে পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।











