ঢাকা | মার্চ ১৪, ২০২৫ - ৫:০৬ অপরাহ্ন

রাজশাহীতে নিটল টাটা মোটরসের ইফতার মাহফিল

  • আপডেট: Thursday, March 13, 2025 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: আজ রাজশাহী নগরীতে নিটল টাটা মোটরস এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী তেরখাদিয়ায় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিটল  মোটরস্ লিমিটেডের সিইও তানভীর শহীদ।

দাদু  মোটরস এর স্বত্বাধিকারী মোহাম্মদ রেজাউল কবির শরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাটা  মোটরস্ এর অ্যাসিটেন্ট কান্ট্রি ম্যানেজার শুভজিৎ সোম, প্রডাক্ট হেড, আইসিভি, সেলস মোহাম্মদ এনায়েত হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন নর্থ বেঙ্গলের এরিয়া হেড খন্দকার আবুল বাসার সুজন। উপস্থিত ছিলেন ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত বাস- ট্রাক মালিক, মেকার ও অন্যান্য ব্যবসায়ীগণ।

প্রধান অতিথি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে নুতন ট্রাকের বিভিন্ন সুবিধা সম্পর্কে তুলে ধরে বলেন, টাটার গ্রাহকদের কথা বিবেচনা করে তেল সাশ্রয়ী অধিক সুবিধা সম্পন্ন ঞঅঞঅ খচঞ ১১০৯ এজঅঘউ উওএঘঅ ২৫১৮ ব্রান্ড এর দুইটি টাটা ট্রাক বাজারে নিয়ে এসেছেন।  এই ট্রাক নিশ্চিন্তে ক্রয় করার জন্য আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।