একশো চল্লিশ বছরের পুরাতন পুকুর ভরাট করা হচ্ছে

স্টাফ রিপোর্টার: মেহেরচন্ডী মৌজার জে. এল নং ১৩৭, দাগ নং ১২১৬ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উত্তরে ১৮৮৫ সালের পুকুরটি ভরাট করা হচ্ছে। এব্যাপারে জলা প্রশাসকের কাছে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে জনৈক শাহাদ আলী, পিতা: আব্দুল মজিদ, সাং মেহেরচন্ডী দক্ষিণপাড়া ও সাইরুল ইসলাম, সাং মেহেরচন্ডী, গভীর রাতে পুণরায় পুকুরটি ভরাট আরম্ভ করেছে। গত ২৮/০১/২০২৪ সালে প্রথম যখন পুকুরটি ভরাট আরম্ভ করে তখন এলাকাবাসী জেলা প্রশাসক, চেয়ারম্যান আর.ডি.এ, মেয়র, সিটি কর্পোরেশন, এমপি, রাজশাহী–২, ওসি, চন্দ্রিমা থানা, পরিচালক, পরিবেশ অধিদপ্তর ও সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া রাজশাহীকে পৃথক পৃথক আবেদনের মাধ্যমে বিষয়টি অবগতি করা হয়।
এতে পুকুর ভরাটের কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় এতদিন পর পুণরায় রাতের আধারে শাহাদ আলী ও সাইরুল পুকুরটি সম্পূর্ণ ভরাট করে চারিদিকে ইট দিয়ে প্রাচীর নির্মাণ করছে। নেশাগ্রস্থ কিছু সংখ্যক বখাটে দিয়ে তার একটি গ্যাং আছে।
পুকুরটি ভরাট বন্ধের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিতকরণ সত্ত্বেও শাহাদ আলী পুকুর ভরাট করে। এই সন্ত্রাসী শাহাদ আলীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এলাকার শান্তি প্রতিষ্ঠা করা একান্ত দরকার।
পুকুরটি পুণরায় ভরাট উত্তোলনের উদ্যোগ গ্রহণ পূর্বক পরিবেশ রক্ষা এবং শাহাদ আলীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য এলাকাবাসি সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।