পুঠিয়ায় জিয়া পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও স্বৈরচারবিরোধী আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জিয়া পরিষদ উপজেলা ও পৌর শাখা।
মঙ্গলবার বিকালে পি এন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জিয়া পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে আসাদুল ইসলাম আশার সভাপতিত্বে নাজমুল ইসলাম মুক্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন পুঠিয়া-দূর্গাপুরের বিএনপির সাবেক এমপি আব্দুস সাত্তার মন্ডল, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান প্রমুখ।
এসময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল খন্দকার লাল্টু, আনিছুর রহমান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আলিফ হোসেন দ্বীপ, জুয়েল রানাসহ অসংখ্য সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।