সাপাহারে সুলভ ও ন্যায্য মূল্যে তরমুজের দোকানের উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: পবিত্র রজমান মাস উপলক্ষে নওগাঁর সাপাহারে সুলভ ও ন্যায্য মূল্যে তরমুজের দোকানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এই সুলভ ও ন্যায্য মূল্যের তরমুজের দোকানের উদ্বোধন করেন।
সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের জিরোপয়েন্ট এলাকার মুক্ত মঞ্চের সামনে সুলভ ও ন্যায্য মূল্যের তরমুজের দোকান। রমাজানের শুরুতে সাপাহারে হত দরিদ্র ও খেটে খাওয়া দিনমজুর মানুষের কথা চিন্তা করে, গরুর মাংস, চিনি, পেঁয়াজ, রসুন, মুড়ি, ছোলা বুট, সেমাই, দোকানের সংলগ্ন আরেকটি নতুন দোকান তরমুজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
প্রতি কেজি তরমুজ ৮০ টাকা পরে ৫০ টাকা কেজি হিসেবে বিক্রয় করা হলেও ন্যায্য ও সুলভ মূল্যের এই দোকানে প্রতি কেজি তরমুজ ৪০টাকা থেকে ৩৫টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। তুলনা মুলক কম মূল্যে তরমুজ কিনতে পারায় অনেকে নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানিয়েছেন।
উপজেলার আনার পুর গ্রামের শাহজাহান হোসেন জানান প্রতিকেজি তরমুজে বাজারের চেয়ে ১০ টাকা কম মূল্যে কিনতে পারায় ৭ কেজি ওজনের একটি তরমুজে আমার ৭০টাকা সাশ্রয় হয়েছে। পিছলডাঙ্গা গ্রামের আব্দুল আজিজ জানান সারা রমজান যেন এই দোকানটি খোলা থাকে তাহলে অচিরেই বাজারে এর প্রভাব পড়বে এবং সিন্ডিকেট ভেঙে যাবে বলে আমি মনে করি।
সারা রমজান মাস জুড়ে এই তরমুজের দোকান চলবে বলেও নির্বাহী অফিসার সেলিম আহমেদ জানিয়েছেন। সাপাহারে ন্যায্য মূল্যের কয়েকটি দোকান বাজারে বেশ সাড়া ফেলেছে বলে এখানকার সাধারণ ক্রেতাগণ জানিয়েছেন।