মহিলা পরিষদের মানববন্ধন কর্মসূচি

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও নারী নিপীড়কদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা ও বিশ্ববিদ্যালয় শাখা যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কালক্ষেপণের দরকার নেই। প্রয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রুত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা পরিষদের জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, মানবাধিকার কর্মী শিখা রায়, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি রাজশাহী বিভাগের পরিচালক দিল সিতারা চুনি, মহিলা পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোবাইরা সিদ্দিকা প্রমুখ।