ঢাকা | মার্চ ১২, ২০২৫ - ৫:৫৭ অপরাহ্ন

নগরীতে আস্থা ফিডের আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • আপডেট: Tuesday, March 11, 2025 - 10:57 pm

স্টাফ রিপোর্টার: আজ রাজশাহীতে আস্থা ফিড ইন্ডাস্ট্রি লিমিটেডের আয়োজনে ডিলারদের নিয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আস্থা ফিড ইন্ডাস্ট্রি লিমিটেডের সিএমও নুরুল মোর্শেদ খান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জিএম ডা. মাহবুবুল আলম, জিএম শহিদ কবির, জিএম রাইসুজ্জামান, ডিজিএম ডা. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি আব্দুস সালাম।

প্রধান অতিথি নুরুল মোর্শেদ খান বলেন, আস্তা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২০ সালের জুলাই মাসে প্রথম বাংলাদেশের ফিড নিয়ে আসে। স্বল্প সময়ের মধ্যে আস্থা ফিড কোয়ালিটি এবং গুনগত মানের কারনে ফিডের বাজার দখল এবং আস্থা অর্জন করে। যা অনেকের কাছে ঈর্ষণীয় হয়েছে। তিনি বলেন, কোম্পানির লক্ষ্য হলো কোয়ালিটি প্রোডাক্ট প্রদানের মাধ্যমে বাংলাদেশের পুষ্টি চাহিদা ও অর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।

অনুষ্ঠানে রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, পাবনা ও নাটোর জেলার প্রতিনিধিরা অংশ নেয়।