ঢাকা | মার্চ ১২, ২০২৫ - ৫:১৯ অপরাহ্ন

নাটোরে খাদ্যবান্ধব কমিটির ডিলার নিয়োগ অনুমোদন

  • আপডেট: Tuesday, March 11, 2025 - 3:17 pm

অনলাইন ডেস্ক: জেলা খাদ্যবান্ধব কমিটির সভায় জেলার চারটি উপজেলায় ৮৩ জন ডিলার নিয়োগ প্রক্রিয়া অনুমোদন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এরআগে সংশ্লিষ্ট উপজেলা কমিটি  লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলারের তালিকা চূড়ান্ত করা হয়। অনুমোদনকৃত ৮৩ জন ডিলারের মধ্যে  নাটোর সদর উপজেলায় ২৬ জন, লালপুরে ২৩ জন, বড়াইগ্রামে ২২ জন এবং নলডাঙ্গা উপজেলায় ১২ জন। আবেদনকারী মোট ৩৫৯ জন ব্যবসায়ীর মধ্যে থেকে লটারির মাধ্যমে ৮৩ জনকে বাছাই করা হয়।

উল্লেখ্য, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে প্রান্তিক পর্যায়ে তালিকাভূক্ত অসহায় পরিবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল ক্রয় করে থাকেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল হায়াত, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রেজাউল হক খন্দকার, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস