নড়াইলে বীজ ও সার বিতরণ

অনলাইন ডেস্ক: আজ জেলায় গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসল উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে আজ বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেল ৪টায় সদর উপজেলা কৃষি অফিস চত্ব¡রে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসনের আওতায় খরিপ মওসুমে গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: রোকনুজ্জামানের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ
কৃষি অফিস সূত্রে যায়, সদর উপজেলায় মোট ২শ’ কৃষাণ-কৃষাণীকে ৫কেজি করে মুগের বীজ,১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার এবং ৫২০ কৃষাণ-কৃষাণীকে ১কেজি করে তিলের বীজ,১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিনামূল্যে দেয়া হয়েছে।
সূত্র: বাসস