ঢাকা | মার্চ ১০, ২০২৫ - ১:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশে মায়ের সম্মান সবার  ওপরে  ——বিভাগীয় কমিশনার

  • আপডেট: Saturday, March 8, 2025 - 11:56 pm

স্টাফ রিপোর্টার: বিভাগীয় কমিশনার খোন্দকার আজীম আহমেদ বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের প্রচলিত রেওয়াজ অনুসারে মায়ের সম্মান সবার ওপরে এবং এটা আমরা দিয়ে থাকি। আমাদের দেশে আন্তর্জাতিক নারী দিবসের তেমন সার্থকতা নেই বরং আমরা তাঁদের এর চেয়ে বেশি সম্মান দিয়ে থাকি।

গতকাল শনিবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সারাবিশ্বের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপন করা হয়।

খোন্দকার আজীম আহমেদ বলেন, নারী দিবসের এ আন্দোলন হয়েছে আমেরিকা-ইউরোপে। কেননা তারা তাদের এলাকায় বসবাসরত নারীদের অসম্মান করেছে। কিন্তু আমরা তো আমাদের নারীদের কখনও অসম্মান করিনি।

তবে দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি এমন নয়, যারা করেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, আমরা মায়ের জন্য জীবন দেই, যুদ্ধ করি, কবিতা লিখি। নারী দিবস উদ্যাপনের অনেক আগে থেকেই আমরা তাদের সম্মান দেয়। তবে বিশ্বের সকলের সাথে আমরা একমত, পৃথিবীর যেকোনো স্থানে যদি নারীদের প্রাপ্ত মর্যাদা না দেয়া হয়, তাহলে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।

তিনি বলেন, মায়ের জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না, তাঁর দিকে তাকালেই সওয়াব। একটা কন্যা সন্তানকে সঠিকভাবে মানুষ করলেই তো বেহেস্ত পাওয়া যায়। এসময় নারীদের বিয়ের পরে উত্তরাধীকার না দেয়ার প্রচলিত রেওয়াজ থেকে বেরিয়ে আসতে সকলকে আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার ফারজানা ইসলাম, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. তামান্না কবীর, রাজশাহী কলেজের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সাগর কুমার  এবং রাজশাহী উপশহর মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের খতিব আবদুল্লাহ আল মামুন প্রমুখ বক্তৃতা করেন ।

স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ধর্মীয় গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জীবিকায়নের জন্য দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির ৪ জন সফল উদ্যেক্তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

রাবির ছাত্র অধিকার পরিষদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, আন্তর্জাতিক নারী দিবসে নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে শনিবার বিকালে প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জেবা রাহাত তন্দ্রা বলেন, ‘আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। কিন্তু এ দেশে নারী নির্যাতনকারীকে কিছু মানুষ গলায় মালা ও কোরআন শরীফ দিয়ে বরণ করে নেয়। তাঁদের অপরাধের তুলনায় কোনো বিচার হয় না। এ ছাড়া নারীদের প্রতিনিয়ত ধর্মীয় বিভিন্ন নিয়ম-নীতির বেড়াজাল দিয়ে কক্ষে আটকানোর চেষ্টা চলে। আমাদের এসবের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অন্যথায় আমাদের আরও নির্যাতিত হতে হবে।’

ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ বলেন, আমরা আজ আলোচনার টেবিলে বসতে পারতাম, বলতে পারতাম নারীরা কী কী করেছে। কিন্তু আজ আমরা কী দেখতে পাচ্ছি? চব্বিশে নারী-পুরুষের একটা সম্মিলিত গণঅভ্যুত্থান গেল। আর অভ্যত্থান পরবর্তী সময়ে কীভাবে সেই নারীদের ওপর দমন-পীড়ন চলছে। বাসা, বাড়ি, গাড়িতে কীভাবে ধর্ষণ করা হচ্ছে।

কিন্তু দুঃখের বিষয় অন্তর্বর্তী সরকার এখনও ধর্ষকদের গ্রেপ্তার করতে পারেনি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই, আপনি যদি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন তাহলে সকলের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করে নেন।‘মানববন্ধনটি সঞ্চালনা করেন শাখা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব আল শাহরিয়ার শুভ। এ সময় রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ খান আমানসহ অনেকেই বক্তব্য দেন।

পবা

পবা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এর আগে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

কাটাখালী অঞ্চলের কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক জান্নাতুল ফেরদৌস লিজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন। এছাড়াও বক্তব্য রাখেন- বড়গাছী দুস্থ মহিলা কল্যাণ সমিতির সভাপতি রহিমা খাতুন, জুই মহিলা সমবায় সমিতির সভাপতি সুলতানা রাজিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী সরকার রাহনুমা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, পবা উপজেলায় খাদ্য কর্মকর্তা একেএম ফজলুল হক, নওহাটা পৌরসভার নির্বাহী কর্মকর্তা রবিউল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার মেডিকেল অফিসার ডা. ওয়ালিউল ইসলাম খান, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ উপজেলা ও নওহাটা পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা

প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে উন্নয়ন ও মানবাধিকার সংগঠন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা জাতীয় ভিত্তিক মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এমএসএফ এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এই উপলক্ষ্যে সংগঠনটি পবা উপজেলা পরিষদ কমপ্লেক্সে এক বর্নাঢ্য র‌্যালীর আয়োজন করে। সংগঠনটি পবা উপজেলা পরিষদ প্রশাসন কর্তৃক আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করে।