শিবগঞ্জে কাঞ্চন দাসকে বিদায় সংবর্ধনা দিল সনাতন সম্প্রদায়

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের সনাতন সম্প্রদায়ের আয়োজনে বাবুপাড়া দুর্গামন্দির প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়। তর্তিপুর মহাশশ্মান কমিটির সভাপতি সাধন চন্দ্র মনিগ্রামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, তর্তিপুর মহাশশ্মান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী, শ্রী গণপতি বারেক ও নাড়ু গোপাল পালসহ অন্যরা।
এ সময় কাঞ্চন কুমার দাস বলেন, আমি আপনাদের কাছে আপনজন হয়ে থাকতে চাই। এখান থেকে চলে গেলেও পিছিয়ে পড়া সনাতন সম্প্রদায়ের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সাফল্য তাকে যেনো আনন্দ দেয় তিনি সে প্রত্যাশা করেন।
তার এই দীর্ঘ সময়ের কার্যক্রমের সংশ্লিষ্টতায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, তিনি তার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সম্মাননার ক্রেস্ট তুলে দেয়া হয়।