ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৩:১৭ অপরাহ্ন

রাবি ভর্তি পরীক্ষায় পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন ভর্তিচ্ছুরা

  • আপডেট: Friday, March 7, 2025 - 10:16 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা তাদের প্রদত্ত প্রথম পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন।

শুক্রবার সকালে ভর্তি পরীক্ষায় উপকমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত হয়। পরে বিকালে জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ শিফটে অনুষ্ঠিত হবে। ১ম শিফট সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত এবং ২য় শিফট দুপুর ২:৩০ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত। আর ‘বি’ ইউনিটের পরীক্ষা শুধু মাত্র ১ শিফটে অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষার তারিখসমূহ অপরিবর্তিত থাকবে এবং ভর্তি পরীক্ষার্থীদেরকে পূর্বের ইস্যু করা প্রাথমিক প্রবেশপত্রটি বাতিল বলে গণ্য হবে। শীঘ্রই পরীক্ষার্থীদের জন্য নতুন রোল নম্বর এবং প্রাথমিক প্রবেশপত্র ইস্যু করা হবে।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম এই পাঁচ বিভাগীয় শহরে নেয়ার উদ্যোগ নেয় প্রশাসন। গত ৪ মার্চ পরীক্ষার্থীদের আসন বিন্যাস প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসন বিন্যাসে দেখা গেছে, কেন্দ্র পছন্দক্রমের প্রথমে থাকা সত্ত্বেও রংপুর অঞ্চলের অনেক পরীক্ষার্থীর আসন পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

একইভাবে চট্টগ্রাম অঞ্চলের অনেক পরীক্ষার্থীর আসন পড়েছে ঢাকায়। এই নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি পূর্বের আসন বিন্যাস স্থগিত করে ভর্তিচ্ছুদের পছন্দের কেন্দ্রে পরীক্ষা নেয়া সিদ্ধান্ত নেয়।