ঢাকা | মার্চ ৬, ২০২৫ - ১০:০৩ অপরাহ্ন

পটুয়াখালীতে আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান

  • আপডেট: Thursday, March 6, 2025 - 2:17 pm

অনলাইন ডেস্ক: জেলা শহরের জুবিলী স্কুল সড়কে মনসা মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৫টি বসতঘর ও দুইটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে যাদের বসতঘর পুড়ে গেছে তারা হলো, জয়ন্তু রায় (৩০), নির্মল কর্মকার (৬০), রিপন কর্মকার (৪৬), ধিমান কর্মকার (৫১), বাবুল চন্দ্র শীল (৫০), বিকাশ চন্দ্র দাস (৪৫)। এছাড়া আগুনে নিকুঞ্জ সোনা ঘর ও শ্যামল আর্ট নামে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের সঙ্গে সহায়তা করেন সদর থানা পুলিশ, আনসার ভিডিপি, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিসের কমিটি ভলান্টিয়ার, জেলা ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

আগুনে ক্ষতিগ্রস্ত বাবুল চন্দ্র শীলের কন্যা অর্পিতা রানী শীল বলেন, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এই আগুন আমাদের স্বপ্ন, আশ্রয় সব কিছু কেড়ে নিয়েছে। এখন আমরা কীভাবে ঘুরে দাঁড়াব, সেটাই বুঝতে পারছি না।

এ বিষয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন বলেন, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সুত্রপাত জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংগ্রহ  চলছে।

সূত্র: বাসস