ঢাকা | মার্চ ৫, ২০২৫ - ৪:১৬ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি আ’লীগ কর্মী কারাগারে

  • আপডেট: Tuesday, March 4, 2025 - 10:10 pm

চাঁপাই প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ার অভিযোগে মাসুদ রানা (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে উপজেলার শাহবাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাসুদ উপজেলার মনাকষা ইউপির সাহাপাড়া-মুন্সিপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল। পরিদর্শক শাকিল জানান, গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন মাসুদ রানা। পরে উপজেলার সাহাপাড়া-মুন্সিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তিনি জানান, সোমবার ভোরে উপজেলার শাহবাজপুর এলাকার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে। বিকেলে আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।