ঢাকা | মার্চ ৪, ২০২৫ - ৮:১৭ অপরাহ্ন

মেহেরপুরে রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সভা

  • আপডেট: Tuesday, March 4, 2025 - 2:24 pm

অনলাইন ডেস্ক: আজ জেলায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বক্তব্য রাখেন-সিভিল সার্জন ডা. মহি উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল হাসান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুল হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেন, নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, বড় বাজার তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাদশা মিয়া প্রমুখ।

সূত্র: বাসস