ঢাকা | মার্চ ১, ২০২৫ - ২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

ট্রাম্পের নিন্দা করলেন সাবেক প্রতিরক্ষা প্রধানরা

  • আপডেট: Friday, February 28, 2025 - 6:39 pm

অনলাইন ডেস্ক : পাঁচজন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার আইন প্রণেতাদের কাছে একটি চিঠি লিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাম্প্রতিক বরখাস্তকে হঠকারিতা বলে নিন্দা জানিয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চলতি মাসে ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা বিভাগে ব্যাপক রদবদল শুরু করেছেন। শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন এবং হাজার হাজার বেসামরিক কর্মীকে ছাঁটাই করেছেন।

ডেমোক্র্যাটরা ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তারা সামরিক বাহিনীকে রাজনীতিকরণ করতে চাইছেন এবং এখানে প্রেসিডেন্টের প্রতি ব্যক্তিগতভাবে অনুগত ব্যক্তিদের নিয়ন্ত্রণ  নিশ্চিত করতে চাইছেন।

চিঠিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক উভয় প্রশাসনের অধীনেই দায়িত্ব পালনকারী সাবেক প্রতিরক্ষামন্ত্রীরা নিন্দা জানিয়ে বলেন, বরখাস্তের ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।

চিঠিতে বলা হয়েছে, আমরা মার্কিন কংগ্রেসকে এই বেপরোয়া কর্মকাণ্ডের জন্য  ট্রাম্পকে জবাবদিহি করতে এবং তাদের সাংবিধানিক তত্ত্বাবধানের দায়িত্বগুলো সম্পূর্ণরূপে পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

চিঠিটিতে ট্রাম্পের ডেমোক্র্যাটিক পূর্বসূরি জো বাইডেনের অধীনে সাম্প্রতিক প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিনের ট্রাম্পের প্রথম প্রশাসনে দায়িত্ব পালনকারী উইলিয়াম পেরি, চাক হেগেল, লিওন প্যানেটা ও জেমস ম্যাটিস স্বাক্ষর করেছেন।

রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে থাকা মার্কিন সশস্ত্র বাহিনীর একটি মূল নীতি। এমনকি সামরিক বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখার জন্য সেনাদের কিছু ধরণের রাজনৈতিক কার্যকলাপে জড়িত হতেও নিষেধ করা হয়েছে।

সূত্র: বাসস