ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৫ - ১১:১০ অপরাহ্ন

ট্রাম্পের বরখাস্তের আদেশ বাতিলের নির্দেশ ফেডারেল বিচারকের

  • আপডেট: Friday, February 28, 2025 - 1:37 pm

অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার এক ফেডারেল বিচারক ডোনাল্ড ট্রাম্প সরকার ইলন মাস্কের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার অংশ হিসেবে গণবরখাস্তের আদেশ  প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন গণমাধ্যমের খবর থেকে   তথ্য জানা গেছে

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানায়

মার্কিন ডিস্ট্রিক্ট জাজ উইলিয়াম আলসুপের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিশ্বের ইতিহাসে কোনো আইন অনুসারে, অন্য কোনও সংস্থার কর্মী নিয়োগ বা বরখাস্ত করার কোনো কর্তৃত্ব অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টের নেই

কংগ্রেস সংস্থাগুলোকে নিয়োগ বরখাস্ত করার ক্ষমতা দিয়েছে। 

তিনি সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে উদাহরণস্বরূপ বলেন, প্রতিরক্ষা বিভাগের নিয়োগ বরখাস্ত করার কোন আইনগত ক্ষমতা রয়েছে

পশ্চিম উপকূলের আরেক ডিস্ট্রিক্ট জাজ শরণার্থী প্রবেশের উপর তার নিষেধাজ্ঞা স্থগিত করার কয়েকদিন পর জন্মগত নাগরিকত্বের সাংবিধানিক গ্যারান্টি বাতিল করে তার নির্বাহী আদেশ স্থগিত করার কয়েক সপ্তাহ পরেই এটি ঘটল

বৃহস্পতিবারের আদেশটি এমন সময় দেওয়া হলো যখন ইউনিয়ন অ্যাডভোকেসি গ্রুপগুলো ফেডারেল সংস্থাগুলোকে সমস্ত প্রবেশনারি কর্মীদের বরখাস্ত করার অবৈধ আদেশের বিরুদ্ধে মামলা করে

চাকরির প্রথম বা দ্বিতীয় বছরে কর্মরত একজন ফেডারেল কর্মীকে প্রবেশনারি হিসেবে বিবেচনা করা হয়। যদিও তাদের নিম্ন পদ থেকে পদোন্নতি দেওয়া হয়ে থাকে। 

এই আদেশের ফলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল

আইনজীবীরা বলেন, ইউনাইটেড স্টেটস অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট (ওপিএম)-এর সাংবিধানিক, সংবিধিবদ্ধ বা নিয়ন্ত্রক ক্ষমতা নেই, যে তারা অন্যান্য ফেডারেল সংস্থাগুলোকে এমন কর্মীদের বরখাস্ত করার নির্দেশ দিতে পারে

সূত্র: বাসস