ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৫ - ৪:২৬ পূর্বাহ্ন

বন্দিদের স্বজনদের থেকে ঘুষ গ্রহণ, দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত

  • আপডেট: Thursday, February 27, 2025 - 9:26 pm

সোনালী ডেস্ক: ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দিদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করাতে ঘুষ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘুষ নেওয়ার অভিযোগে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কারারক্ষী রহিম প্রথমে এক বন্দির স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাকে দেখা করানোর আশ্বাস দেন। এরপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল এসে রহিমের সঙ্গে কথা বলেন এবং সাক্ষাতের জন্য ৪০০ টাকা নেওয়া হয়।

এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঠাকুরগাঁও জেলা কারাগারের পক্ষ থেকে অভিযুক্ত দুই কারারক্ষী আমিনুল ও রহিমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে বলেন, ভাইরাল হওয়া ভিডিও জেলা প্রশাসনের নজরে আসামাত্রই এ ঘটনায় জড়িত ২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কয়েদিদের আত্মীয়স্বজনকে জিম্মি করে এভাবে টাকা নেওয়ার ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার এবং গভীর তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও আলোড়ন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করছেন, কারাগারে দৃশ্যমান এই ঘটনার চাইতেও ভয়াবহ অনাচার চলে। বাংলাদেশের কারাগারগুলো সংশোধনাগারের পরিবর্তে অপরাধী ও দুর্নীতিবাজ তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এর সঙ্গে অনেক সমাজের মুখোশধারী প্রতিষ্ঠিত লোকজন জড়িত, যারা কারারুদ্ধ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে শতকোটি টাকার বাণিজ্য করছে। অন্তর্বর্তী সরকারকে কারা সংস্কারের আবেদন জানিয়েছেন অনেকে। যাতে করে কারারুদ্ধ অপরাধীরা অপরাধপ্রবণতা থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবন ফিরে পায়।