ঢাকা | ফেব্রুয়ারী ২৭, ২০২৫ - ৪:৪৪ পূর্বাহ্ন

বাঘায় দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, February 26, 2025 - 7:59 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী সমাজকল্যাণ পরিষদ, বাঘা, রাজশাহীর আয়োজনে গত রোববার থেকে সোমবার শাহদৌলা সরকারি কলেজ মাঠে ১১তম এই তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয় বাদ আসর। চলে রাত ১ টা পর্যন্ত।

দ্বিতীয় দিন সোমবার- প্রধান বক্তা ছিলেন-মাওলানা মাহমুদুল হাসান, ঢাকা,দ্বিতীয় বক্তা ছিলেন- হাফেজ মাওলানা হাবিবুর রহমান। তৃতীয় বক্তা ছিলেন-মাওলানা মুনতাজ আলী।

প্রথম দিন রোববার, প্রধান বক্তা ছিলেন- মাওলানা নাসির ইকবাল বিন শাফি, দ্বিতীয় বক্তা- মাওলানা ইব্রাহিম খলিল, তৃতীয় বক্তা হাফেজ মাওলানা আশিক আহাম্মেদ আনসারী। অতিথি ছিলেন- মাওলানা জিন্নাত আলী, (সাবেক উপজেলা চেয়ারম্যান, নুরুজ্জামান খান মানিক সাবেক সভাপতি উপজেলা বিএনপি, ফকরুল হাসান বাবলু আহ্বায়ক বাঘা উপজেলা বিএনপি),আব্দুল্লাহ আল মামুন নুহু, (সহ-সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা), অধ্যাপক সাইফুল ইসলাম, (সাবেক আমির, বাঘা পৌরসভা, বাংলাদেশ জামায়াতে ইসলামী),সভাপতিত্ব করেন, কামরুল হাসান (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক)

তৃতীয় দিন মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে জাগ্রত বাঘা ও ইসলামী সমাজকল্যাণ পরিষদ, বাঘা, রাজশাহীর আয়োজনে দিগন্ত, আলোর দিশারি শিল্পী গোষ্ঠী ও নব দিগন্তের পরিবেশনায়, বিশেষ আকর্ষণঃ ইসলামীক সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।