ঢাকা | ফেব্রুয়ারী ২৭, ২০২৫ - ৫:১১ পূর্বাহ্ন

জতুন বাংলাদেশের নতুন রিটেইল কনসেপ্ট শোরুম এবার চাঁপাইনবাবগঞ্জে

  • আপডেট: Wednesday, February 26, 2025 - 7:55 pm

অনলাইন ডেস্ক: জতুন বাংলাদেশ নতুন রিটেইল কনসেপ্ট শোরুম সম্প্রসারণের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতাকে আরও আধুনিক ও উদ্ভাবনী করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শফিকুল ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার-এ নতুন কনসেপ্ট শোরুম চালু করা হলো, যা বিশ্বমানের শপিং অভিজ্ঞতা স্থানীয় গ্রাহকদের আরও কাছে নিয়ে আসবে।

শোরুম উদ্বোধন উপলক্ষে ফিতা কাটা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্যে শফিকুল ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার-এর মালিক শুমন ভবিষ্যতের পেইন্ট রিটেইলে বিনিয়োগের প্রতি তার বিশ্বাসের কথা জানান।

এছাড়া জতুন বাংলাদেশের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং, আদি রাও জতুনের নতুন রিটেইল কনসেপ্টের মাধ্যমে পেইন্ট শিল্পে আধুনিকায়নের পরিকল্পনার কথা তুলে ধরেন।

শোরুমটিতে থাকছে – বড় স্যাম্পল ডিসপ্লে যেখানে জতুনের প্রিমিয়াম পেইন্টের লাইভ নমুনা দেখা যাবে, দৃষ্টিনন্দন কালার ডিসপ্লে যা গ্রাহকদের রঙ নির্বাচনে সহায়তা করবে, আধুনিক ও গ্রাহকবান্ধব অভিজ্ঞতা, যা স্থপতি, কন্ট্রাক্টর ও বাড়ির মালিকদের জন্য উপযোগী।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শোরুম ঘুরে দেখার পাশাপাশি স্ন্যাকস ও বিশেষ উপহার উপভোগ করেন। জতুন বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে দেশের বেশিরভাগ দোকানকে নতুন রিটেইল কনসেপ্টে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে, যা উচ্চমান, উদ্ভাবন ও গ্রাহকসেবার মানোন্নয়ন নিশ্চিত করবে।