ঢাকা | ফেব্রুয়ারী ২৬, ২০২৫ - ৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইয়ে অবৈধ ইটভাটায় অভিযান ৩ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

  • আপডেট: Tuesday, February 25, 2025 - 8:10 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্সবিহীন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং পরিবেশ রক্ষার্থে অবৈধ ইটভাটায় মঙ্গলবার সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এসময় পরিবেশ ছাড়পত্রবিহীন ৩ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ জানান, পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ানুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যরা।

তিনি আরও জানান, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ (সংশোধিত) অমান্য করায় সদর উপজেলার লক্ষীপুর এলাকার নবাব, লায়ন ও ডি.আর ইটভাটা নামে ৩টি ভাটাকে ২ লাখ টাকা করে সর্বমোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।