ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৫ - ৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় কমরেড ফরজ আলী’র স্মরণসভা অনুষ্ঠিত

  • আপডেট: Monday, February 24, 2025 - 6:32 pm

বাঘা প্রতিনিধি: বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাঘা উপজেলা কমিটির সাবেক সভাপতি কমরেড ফরজ আলী’র স্মরণ সোমবার বিকাল ৪টায় আড়ানী ইউনিয়ন পরিষদ মাঠে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা উপজেলা কমিটির আয়োজনে আড়ানী ইউনিয়ন পরিষদ মাঠে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেনের সভাপতিত্বে তারেক আহমেদ-এর সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপা রাজশাহী জেলা কমিটির সভাপতি জামাত খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাপা বাঘা পৌর কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার, বাপা যুগ্ম আহ্বায়ক চারঘাট উপজেলা কমিটির মতিউর রহমান, আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সঞ্জয়, বাপা বাঘা পৌর কমিটির যুগ্ম-আহ্বায়ক উত্তম কুমার পালসহ ফরজ আলী’র স্ত্রী ও তার আত্মীয় স্বজন এবং বিভিন্ন পযার্য়ের নেতা -নেত্রী, সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাপা বাঘা উপজেলা শাখা সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম।