ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ৫:০০ অপরাহ্ন

শিরোনাম

নাটোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • আপডেট: Tuesday, February 18, 2025 - 7:13 pm

নাটোর প্রতিনিধি: মিথ্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নি:শর্ত মুক্তি ও দলীয় প্রতীক ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নাটোরে জেলা জামায়াত।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন দলের নেতাকর্মিরা।

নাটোর জেলা জামায়াতের আমির ড. অধ্যাপক মীর নুরুল ইসলাম বলেন, আগামী ২০ তারিখের মধ্যে তাদের নেতাকে মুক্তি না দেয়া হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। গত সোমবার এক বিবৃতিতে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে দলটির পক্ষ থেকে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়ে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন।

সমাবেশে বক্তব্য রাখেন- নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, নাটোর জেলা পেশাজীবীর সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলার সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, আতিকুল ইসলাম রাসেল, নাটোর সদর উপজেলার আমির অধ্যাপক মীর নূরুন নবী, শহর আমির রাশেদুল ইসলাম প্রমুখ।