ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

ট্রাক ভাড়া নিয়ে ব্যাটারি চুরি, প্রতিরোধ করতে গিয়ে ট্রাক চাপায় আহত ৫

  • আপডেট: Tuesday, February 18, 2025 - 7:19 pm

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ট্রাক ভাড়া নিয়ে চুরি করতে এসে স্থানীয়দের প্রতিরোধের মুখে ট্রাক ও মালামাল ফেলে পালিয়েছেন চোররা। তবে চোরের দলকে প্রতিরোধে এসে পাঁচ পথচারী জেলে ট্রাক চাপায় গুরুত্ব আহত হয়েছেন।

এদের মধ্যে আনারুল ইসলাম (৫০) ও মুকুন্দ নামে দুই জেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বানেশ্বর-চারঘাট আঞ্চলিক মহাসড়কের ট্রাফিক মোড়ে ‘বিসমিল্লাহ অটো হাউজ’ ব্যাটারির দোকানে চুরির ঘটনা ঘটে। চোরের দলকে ধরতে সড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে প্রতিরোধ করলে নদীতে মাছ ধরতে যাওয়া পাঁচ পথচারী জেলেকে বিপরীত দিকে থেকে আসা অন্য একটি ট্রাক চাপা দেয়।

বিসমিল্লাহ ব্যাটারি হাউজের মালিক আব্দুল কুদ্দুস জানান, আমাদের ব্যাটারি হাউজে অটো গাড়ির ব্যাটারি পরিবর্তন করা হয়। পুরনো ব্যাটারিগুলো আমরা কম দামে কিনে নিয়ে সেগুলো ঢাকায় বিক্রি করি। গত কয়েক মাসের জমা করা ১৪২টি ব্যাটারি ছিল দোকানে৷ যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। সোমবার দিবাগত রাত তিনটার দিকে দোকানের সামনে একটি ট্রাক দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখে ও দোকান খোলার শব্দ শুনে পাশের বাসার এক বাসিন্দা ফোন করে বিষয়টি জানায়।

মোবাইলে সংযোগ থাকা সিসি ক্যামেরা বিষয়টি দেখে দোকানের কাছে গিয়ে দেখি কয়েকজন মানুষ ট্রাকে ব্যাটারি তুলছে। আমি চিৎকার করে স্থানীয়দের ডাকাডাকি করলে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হতে থাকে। এ সময় চোররা ব্যাটারি বোঝাই ট্রাক নিয়ে বাঘা রোডের দিকে পালাতে শুরু করে।

পরে পল্লীবিদ্যুৎ মোড়ে এলাকাবাসী ও পুলিশ প্রতিরোধ গড়ে তোলেন। তখন তারা সেখানে ট্রাক রেখে পালিয়ে যায়। পরে ট্রাক থেকে হাত-পা বাঁধা অবস্থায় বাজারের দুই নৈশ প্রহরীকে উদ্ধার করা হয়। এসময় নদীতে মাছ ধরতে যাওয়া পাঁচ পথচারী বিষয়টি দেখে ভ্যান নিয়ে ঘটনাস্থলে থামে। এ সময় বানেশ্বরের দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দিলে গুরুত্ব আহত হয়। তবে স্থানীয় কেউ ট্রাক ভাড়া করে বাইরের লোকজন এনে চুরির ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন তিনি।

আহত জেলে রমজান আলী বলেন, আমরা ভ্যান যোগে রাত সাড়ে চারটার দিকে পদ্মা নদীতে মাছ ধরার উদ্দেশে যাচ্ছিলাম। রাস্তায় লোকজনের মুখে চোর ধরার কথা শুনে বিষয়টি জানতে ঘটনাস্থলে দাঁড়ালে পেছন থেকে ট্রাক এসে চাপা দিয়েছে। আনারুল ইসলাম (৫০) ও মুকুন্দের (৫৩) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ট্রাফিক মোড় বাজারের নৈশ প্রহরী রেসেক আলী বলেন, ট্রাকটিকে দোকানের সামনে দাঁড় করিয়ে মালামাল তুলতে দেখতে পাই। তখন আমরা দুজন প্রহরী বাঁধা দিলে হাসুয়া দিয়ে ভয় দেখিয়ে আমাদের হাত, পা ও মুখ বেঁধে ট্রাকে আটকে রাখে। পরে স্থানীয় জনগণ ও পুলিশ আমাদের উদ্ধার করেছে। তবে ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেননি তিনি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ চোরাই ব্যাটারিসহ ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক থেকে চোরাই প্রায় ১৫০টি ব্যাটারি উদ্ধার হয়েছে। তবে চোরের দল ট্রাক ফেলে পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।