বাগমারায় জাল সনদে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগে

বাগমারা প্রতিনিধি: বাগমারার দ্বীপনগর উচ্চ বিদ্যালয়ে জাল সনদে উত্তম কুমার সরকারকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় খোদ ওই স্কুলের বিজ্ঞান বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন ও এলাকাবাসীর পক্ষে দ্বীপনগর গ্রামের আকবর আলী জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দ্বীপনগর উচ্চ বিদ্যালয়ে অবৈধ ভাবে উত্তম কুমার সরকারকে প্রথমে কাব্যতীর্থ পদে নিয়োগ দেয়া হয়। এরপর নন রেজিস্টার শান্তা মারিয়া বি.এড কলেজ থেকে তিনি বি.এড সনদ ক্রয় করে কাব্যতীর্থ পদ থেকে ইস্তফা দিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে সম্প্রতি সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ গ্রহণ করেন।
বর্তমানে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু ভুয়া সনদের কারণে এখনও তিনি সহাকারী প্রধান শিক্ষক পদে এমপিওভুক্ত হননি।
তবে কাব্যতীর্থ পদ থেকে ইস্তফা দেয়ার পরও সম্প্রতি ইএফটির মাধ্যমে ওই পদে তার নামে বেতন আসলে সোনালী ব্যাংক লিমিটেড ভবানীগঞ্জ শাখা থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার সরকার তার নিজের নামে নেয়া ঋণের টাকা কাটা করা হয়।
এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, এ বিষয়ে পত্র-পত্রিকায় কোন কিছু না লেখার জন্য তিনি অনুরোধ জানান।