ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ২:৪৬ অপরাহ্ন

শিরোনাম

চারঘাটে দিন দিন কমতে শুরু করেছে ফসলি জমি

  • আপডেট: Monday, February 17, 2025 - 7:22 pm

মোজাম্মেল হক, চারঘাট থেকে: আশঙ্কাজনক হারে দিন-দিন কমতে শুরু করেছে ফসলি জমি। এসব ফসলি জমিতে গড়ে উঠছে বাড়ি-ঘর, দোকানপাট, রাস্তা-ঘাট আবার কাটা হচ্ছে পুকুর ফলে ফসলি জমিতে কৃষি পণ্য উৎপাদনে দেখা দিয়েছে বিপর্যয়।

রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষকরা আবাদ করেন, আখ, আম, রোপা আমন, বোরো, আউশ, গম, ভুট্টা, মসুর, মুগ, তিল, আলু, বেগুন, টমেটো, পেয়াজ, রসুন, আলুসহ মৌসুম ভিত্তিক বিভিন্ন সবজির চাষ করেন।

সোমবার সকালে সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে জানা গেছে, প্রতিবছরই বেশকিছু পরিমাণ আবাদি জমি ঘরবাড়ি নির্মাণ, ইটভাটা, রাস্তা-ঘাট, নদীভাঙনসহ নানা কারণে অনাবাদির তালিকায় চলে যাচ্ছে।

তিন চতুর্থাংশ মানুষ সরাসরি কৃষি অর্থনীতির সঙ্গে জড়িত। এসব মানুষের জীবন-জীবিকা চলে কৃষি উৎপাদন ও কৃষি বিপণন থেকে। ফসলি জমি কমে আসার এ হার খাদ্য নিরাপত্তার জন্য হুমকি বলে জানান তারা।

এ উপজেলার প্রবীণরা বলছেন, যেখানে জমিতে বছরে ৩ বার ফসল ফলানো হতো সেই ফসলি জমিতে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বলে তারা জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান বলেন, আগের তুলনায় বর্তমানে আবাদি জমি কমে গিয়েছে। সেই সব জায়গায় তোলা হয়েছে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে যার কারণে ফসলি জমি কমে গেছে।

বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে যা বসত বাড়ি গড়ে তুলছে। এখন কৃষকদের পরামর্শ দিচ্ছি যে জমিগুলো পড়ে আছে সেখানে ৩ ফসলের আবাদ করার জন্য।