ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাণীনগরে শিশুদের খাওয়ানো হলো পুষ্টিকর খাবার

  • আপডেট: Thursday, February 13, 2025 - 7:19 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পুষ্টি সচেতনতা ও শিখন মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনভর এই মেলা রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। এই মেলায় র‌্যালি, আলোচনা সভা, বিনামূল্যে চিকিৎসাসহ ১ হাজার ২শ শিশুকে বিনামূল্যে পুষ্টিকর খাবার দেয়া হয়।

একই মঞ্চে পুষ্টি সচেতনতামূলক গম্ভীরা নাটক পরিবেশন করা হয়। ইফাদ এবং পিকেএসএফ এর অর্থায়নে মৌসুমী-আরএমটিপি প্রকল্পের সচেতনতা ও শিখন কার্যক্রমের আওতায় এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌসুমীর নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবাল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনীর আলী আকন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিনহাজুল ইসলাম, রাণীনগর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, পিকেএসএফ-এর আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মাহে আলম সরওয়ার, মৌসুমী’র উপ-নির্বাহী পরিচালক এরফান আলী, রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনোয়ার হোসেন তোতা।

মেলায় সচেতনতামূলক ১০টি স্টলের মাধ্যমে শিশু, অভিভাবক ও মেলায় আগত দর্শনার্থীদের হাতের নাগালে থাকা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারের সঙ্গে নতুন করে পরিচয় করে দেয়া হয়।